নারী দিবসের খোলা চিঠি…

সময় বদলাচ্ছে।“বিশ্বকাপ” বনাম “মহিলা বিশ্বকাপ” শিরোনামের অসাম্য কাটিয়ে ক্রিকেট পেরেছে “পুরুষ বিশ্বকাপ” আর “মহিলা বিশ্বকাপ”-এর সাম্যে ফিরতে। এভাবেই  অসাম্য থেকে সাম্য, সাম্য থেকে ন্যায়--- মশাল হাতে এগোচ্ছি আমরা নিশ্চিতভাবে। তবু, হে সমাজ, সর্বপারদর্শী নারীর প্রশংসা করতে গিয়ে আর কবে তুমি বলা বন্ধ করবে যে “তোমার মেয়ে তো ছেলের কাজ করল!” এই একটা মাত্র তুলনা যে তোমার এত যুগের এত সাধনার প্রগতিশীলতাকে এক লহমায় ঠিক কতখানি পিছিয়ে দেয় সে বোধ কি তোমার কোনোদিনও হবে না?

by পারমিতা মুখোপাধ্যায় | 03 March, 2024 | 414 | Tags : Women's day Gender Role Society Patriarchy